You dont have javascript enabled! Please enable it! 1971.12.20 | আইন শৃঙ্খলা তৎপরতা | অবাঙালী অধ্যুষিত মিরপুর মোহাম্মদপুরে তল্লাশি - সংগ্রামের নোটবুক

২০ ডিসেম্বর ১৯৭১ঃ আইন শৃঙ্খলা তৎপরতা

মহিলা রাজাকার ধৃত

মুক্তিযোদ্ধাদের একটি দল পুরাতন ঢাকার একটি এলাকা থেকে মাঝ বয়সী এক মহিলা রাজাকারকে আটক করেছে। 

মোগলটুলীর প্রখ্যাত পাক দালাল

মোগলটুলীর প্রখ্যাত পাক দালাল কাজী হাবিবুল হক ওরফে গেদুকে উয়ারির একদল মুক্তিযোদ্ধা গ্রেফতার করেছে। তিনি পাকবাহিনীর অফিসারদের মনোরঞ্জনের কাজ করতেন। এলাকায় তার বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগও আছে।

অবাঙালী অধ্যুষিত মিরপুর মোহাম্মদপুরে তল্লাশি

মিত্রবাহিনীর একটি দল আজ অবাঙালী অধ্যুষিত মিরপুর মোহাম্মদপুরে তল্লাশি চালায়। এখানে নিয়াজির ড্রাইভার সহ ৩১ জন গ্রেফতার হয়েছে। নিয়াজির ড্রাইভার থেকে একটি মোটর গাড়ী উদ্ধার করা হয়। নিয়াজির ড্রাইভার কে নুরজাহান রোডের এক বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার বাসার পাশ থেকে দুই পাক সেনাও গ্রেফতার হয়। মিত্রবাহিনী মিরপুরের ১২ ও ১৩ নং সেকশনে তল্লাশি চালিয়ে সেখান হতে ২৮ বেক্তিকে অস্রসহ গ্রেফতার করে। তারা মিরপুর এলাকা থেকে প্রচুর নরকঙ্কাল উদ্ধার করেন। অনেকেই ধারনা করছেন এসব এলাকায় কিছু বুদ্ধিজীবী এখনও জীবিত অবস্থায় আটক রয়েছেন। এসব এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে মিত্র বাহিনী জানান।