You dont have javascript enabled! Please enable it!

২০ ডিসেম্বর ১৯৭১ঃ নিরপেক্ষ জোনের সমাপ্তি

আন্তজার্তিক রেডক্রস সমিতি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছেড়ে দিয়েছে। গতকাল তারা হোটেল কতৃপক্ষকে হোটেল বুঝিয়ে দিয়েছে। ৯ তারিখ তারা হোটেলটি নিরপেক্ষ এলাকা হিসেবে অধিগ্রহন করেছিল। নিরপেক্ষ এলাকা হিসেবে এই হোটেলে মালিক মন্ত্রিসভার প্রায় সকল সদস্য জনরোষ থেকে বাচতে আশ্রয় নিয়েছিল। এছাড়াও অনেক পশ্চিম পাকিস্তানী উচ্চপদস্থ কর্মকর্তা এবং নাগরিক এখানে আশ্রয় নিয়েছিল। গতকাল এসব লোকদের ঢাকা ক্যান্টনমেন্ট এ স্থানান্তর করা হয়। মন্ত্রী ওবায়দুল্লাহ মজুমদার সেখানে একদিন থাকার পর পালিয়েছিলেন। এদের সরানোর সময় ভারতীয় বাহিনী কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করে। মন্ত্রীসভার পিডিপি এর দুই মন্ত্রী এবং মুসলিম লীগের নওয়াজেশ এখানে ছিলেন না। অফিসারদের মধ্যে ছিলেন মোজাফফর হোসেন চীফ সেক্রেটারি, এমএকে চৌধুরী পুলিশের আইজি, হাসান জহির পরিকল্পনা কমিশনের সদস্য, শেখ মাহমুদ চট্টগ্রামের কমিশনার, সালমান খালেক এসপি ঢাকা, আলি ইরফান মালজি খুলনার এসপি, এআইজি আরিফ, যুগ্ন সচিব আসলাম ইকবাল, শিক্ষা সচিব মুফতি মাসুদুর রহমান, প্রাদেশিক তথ্য সচিব ফায়েজ রসুল, সচিব লোকাল গভর্নমেন্ট মোজাফফর আহমেদ, যুগ্ন সচিব আলতাফ আহমেদ, এমএম হাসান ডিআইজি, আব্বাস খান এআইজি, এসএ রাজা কমিশনার ঢাকা। এদিকে অবমুক্ত উপলক্ষে হোটেল কর্মচারীরা মুক্তিযদ্ধাদের উপস্থিতিতে হোটেলে বাংলাদেশের পতাকা উত্তোলন করে হোটেলের কার্যক্রম শুরু করে। এ উপলক্ষে পরিবারের সদস্যরাও এ অনুষ্ঠানে যোগ দেয়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!