You dont have javascript enabled! Please enable it!

১৯ ডিসেম্বর ১৯৭১ঃ জহুর আহমেদ চৌধুরীর প্রত্যাবর্তন ও সভায় অংশ গ্রহন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও প্রাদেশিক পরিষদ সদস্য জহুর আহমেদ চৌধুরী দলীয় কার্যালয়ে দলীয় এমপিএ এমএনএদের এক সভায় এবং কর্মী সভায় বক্তব্য প্রদান করেন। আওয়ামী লীগের শ্রম সম্পাদক জহুর আহমেদ দলীয় কর্মীদের দেশ গঠনের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহবান জানিয়েছেন। সভায় আরও বক্তব্য প্রদান করেন ঢাকা নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও এমপিএ গাজী গোলাম মোস্তফা এবং কালিগঞ্জ থেকে নির্বাচিত এমপিএ এবং ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ময়েজউদ্দিন। কোরআন তেলওয়াতের মাধ্যমে সভা শুরু হয় এবং শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে মোনাজাত ও দুই মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় অবিলম্বে শেখ মুজিবের মুক্তি দাবী করা হয়। সভায় মোনাজাত পরিচালনা করেন জহুর আহমেদ স্বয়ং। জহুর আহমেদ তার বক্তৃতায় বলেন বঙ্গবন্ধু এদেশে না থাকলেও তার অনুসারীরা সারা দেশে ছড়িয়ে আছে। ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ময়েজ উদ্দিন আহমেদ এমপিএ বলেন দেশ গঠনে জনগণকে ঝাপিয়ে পড়ার আহবান জানান। তিনি বলেন আওয়ামী লীগ সব সময় আইনের শাসন বিশ্বাস করে তাই সকল অপরাধীর বিচার আইন আদালতেই করা হবে। সভায় সকলেই বিগত ৯ মাসের দুঃখ কষ্টের বিবরন তুলে ধরেন এ সময়ে অনেকে কেদে ফেলেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!