১৯ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধবন্দী
অস্র সংবরণ
১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠান হওয়ার পর ঢাকায় পর্যাপ্ত ভারতীয় বাহিনীর উপস্থিতি, পুনর্গঠন, অবস্থান, নিয়ন্ত্রন প্রতিষ্ঠার পর এদিন পাকিস্তানী বাহিনী তাদের অস্র সমর্পণ করেন। ঢাকায় সেনাসদরের দক্ষিনে কুর্মিটোলা গলফ ক্লাবে এই অনুষ্ঠান করা হয়। ভারতীয় বাহিনীর পক্ষে ১০১ কমুনিকেশন জোনের জিওসি মেজর জেনারেল গান্দারভ সিং নাগড়া পাকিস্তান বাহিনীর পক্ষে পূর্বাঞ্চলীয় কম্যান্ডের চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার বাকির সিদ্দিকি অনুষ্ঠান তদারকি করেন। মুল অনুষ্ঠান এখানে হলেও বেশীর ভাগ অস্র বিভিন্ন ইউনিটে এবং ক্যাম্পে জমা দেয়া হয়। এই অনুষ্ঠানে পাক সিনিয়র কর্মকর্তার মধ্যে মেজর জেনারেল রাও ফরমান আলী, মেজর জেনারেল জামশেদ, ব্রিগেডিয়ার বশির, ব্রিগেডিয়ার কাশিম, ব্রিগেডিয়ার মিয়া মনসুর, এয়ার কমোডোর এনামুল হক, গ্রুপ ক্যাপ্টেন জুলফিকার, রিয়ার এডমিরাল শরীফ উপস্থিত থেকে অস্র সংবরণ করেন। তবে ক্যামেরার সামনে ব্রিগেডিয়ার কাদির এবং মেজর জেনারেল জামশেদকেই দেখা গিয়েছে কারন এ দু সামরিক কমান্ডার নাগড়া এবং ক্লের এর প্রতিপক্ষ ছিলেন।
৯৩০০০ নয় ৪৭০০০
ভয়েস অব আমেরিকা বলেছে বাংলাদেশে আত্মসমর্পণকারী পাকিস্তান সেনাবাহিনীর ইউনিফরম ধারী সদস্য ৪৭০০০ জন বাকীরা সবাই বেসামরিক নাগরিক। বেসামরিক নাগরিকরা নিরাপত্তার জন্যই আত্মসমর্পণ করেছে।