১৯ ডিসেম্বর ১৯৭১ঃ পাকিস্তান
এয়ার মার্শাল আসগর খান
পাকিস্তান বিমান বাহিনীর প্রাক্তন প্রধান ও তেহরিক ই ইস্তেকলাল পার্টির সভাপতি এয়ার মার্শাল আসগর খান রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান বিভক্ত হওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়াকে অভিযুক্ত করে তার পদত্যাগ দাবী করেন।। তিনি ইয়াহিয়া ও তাঁর দোসর জেনারেলদের বিচার দাবি করেন।
প্রধান মন্ত্রী নুরুল আমীন
প্রধানমন্ত্রী নুরুল আমিন ইয়াহিয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ায় সৃষ্ট প্রচণ্ড বিক্ষোভ সামলাতে ইয়াহিয়ার পদত্যাগ দাবী করেন এবং জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবী জানান। একই সাথে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকতে চান না বলে প্রেসিডেন্ট কে লিখিত ভাবে অবহিত করেছেন। নুরুল আমিন এ এফ পির সাথে এক সাক্ষাৎকারে বলেন পূর্ব পাকিস্তানে গণহত্যা বন্ধে বিশ্ব মানবতাবাদী সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন এখন পূর্ব পাকিস্তানে যা ঘটছে তার দায়ভার এখন ভারতের উপর। তিনি পূর্ব পাকিস্তানের বিপর্যয়ের জন্য নিরাপত্তা পরিষদের ব্যার্থতাকে দায়ী করেন। তিনি বলেন শেখ মুজিবকে মুক্তি দেয়া হতে পারে। তিনি বলেন তাকে আটক রাখার কোন যুক্তি দেখছি না। এ বিষয়ে তিনি কখনো ইয়াহিয়ার সাথে আলোচনা করেননি।
পররাষ্ট্র সচিব
পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান বলেছেন পাকিস্তান সব সময় ১৯৪৯ সালে সম্পাদিত জেনেভা চুক্তির প্রতি শ্রদ্ধাশীল