You dont have javascript enabled! Please enable it! 1971.12.19 | সারা দেশে ইয়াহিয়া বিরোধী বিক্ষোভ করাচীতে দাঙ্গা - সংগ্রামের নোটবুক

১৯ ডিসেম্বর ১৯৭১ঃ সারা দেশে ইয়াহিয়া বিরোধী বিক্ষোভ করাচীতে দাঙ্গা

লাহোর পেশোয়ার রাওয়ালপিন্ডি এবং করাচীতে প্রচণ্ড ইয়াহিয়া বিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ইয়াহিয়ার পদত্যাগ দাবী করেন। বিক্ষোভ কারীরা লাহোরে ইয়াহিয়া খানের রঙমহল নামে কথিত এক বাংলো ক্ষতিগ্রস্ত করে। এ বাংলোতে তিনি শিল্পি নুরজাহান এবং টেলিভিশন এর এক ঘোষককে নিয়ে বিনোদন করতেন। লাহোরের বিক্ষোভে নেতৃত্ব দেন এয়ার মার্শাল নুর খান।
করাচীতে রীতিমত দাঙ্গা লেগে গেছে সেখানে বাঙ্গালীদের দোকানপাট রাশিয়ান পণ্য বিশিষ্ট দোকান সরকারী স্থাপনা গুলি ভাংচুর এবং পুড়িয়ে দেয়া হচ্ছে।
শাসনতন্ত্র নিয়ে ইয়াহিয়ার আজ ভাষণ দেয়ার কথা ছিল তা তিনি দিতে পারেন নি। সংবাদ মাধ্যমে দেয়া ভাষণের অগ্রিম কপি ফেরত আনা হয়েছে। ইয়াহিয়া নিউইয়র্কে অবস্থানকারী জুলফিকার আলী ভূট্টোকে জরুরী ভিত্তিতে দেশে তলব করেছেন। এদিকে সেনা বাহিনীতে নীরব অভ্যুত্থান হয়েছে। সশস্র বাহিনী জানিয়ে দিয়েছে তারা ইয়াহিয়ার সাথে নেই। সশস্র বাহিনীর এ অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছেন লেঃ জেনারেল গুল হাসান। বিবিসি বলেছে ভূট্টো নতুন শাসনতন্ত্রের অধীনে নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ভূট্টো নিউইয়র্ক ত্যাগের আগে নিক্সনের একটি সাক্ষাৎ চেয়েছেন।