১৯ ডিসেম্বর ১৯৭১ঃ বেগম মুজিবের সাথে জেনারেল অরোরার সাক্ষাৎ
ঢাকায় অবস্থানরত ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ড প্রধান লেঃজেঃ অরোরা আজ সচিব রুহুল কুদ্দুস, ডাকসু জিএস আব্দুল কুদ্দুস মাখনকে সাথে নিয়ে বেগম মুজিবের সাথে সাক্ষাৎ করার জন্য বেগম মুজিবের বর্তমান অবস্থান ধানমণ্ডি ১৮ নং সড়কের বাড়িতে যান। সেখানে বেগম মুজিবের আত্মীয় স্বজন দেশী বিদেশী সাংবাদিক উপস্থিত ছিলেন। অরোরা বেগম মুজিবের কাছে পরিবারের সকলের খোঁজখবর নেন এবং পিজি হাসপাতালে চিকিৎসাধীন শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেন। বেগম মুজিব তাহাকে দেখিতে আসার জন্য অরোরাকে ধন্যবাদ জানান এবং পাক গৃহবন্দিত্ব থেকে তাকে উদ্ধারের জন্য ভারতীয় সেনা ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেগম মুজিব বলেন বিগত সময়টার পুরোটাই তাদের মেঝেতে ঘুমাতে হয়েছিল। কোন আত্মীয় সজনের সাথে দেখা সাক্ষাতের সুযোগ দিত না।
২৬ জন সৈনিক এখানে পাহারায় থাকতো। বেগম মুজিব বাংলায় কথা বলেন একজন দোভাষী তা অরোরাকে তর্জমা করে দেন। অরোরা বেগম মুজিবকে বলেন তিনি ভারতে ফিরে শেখ মুজিবের মুক্তির ব্যাপারে তার সরকারের কাছে বলবেন। অরোরা ফিরে যাওয়ার আগে বেগম মুজিবকে ৩২ নম্বরের বাড়ীতে উঠার পরামর্শ দেন। উত্তরে বেগম মুজিব বলেন পাকিস্তানীদের বর্বরতা জনগণকে দেখানোর জন্যই তিনি সেখানে সহসা উঠছেন না। পরে ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন পাইলট বেগম মুজিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পাইলটের দলটি বেগম মুজিবকে ফুলের তোড়া উপহার দেন। উত্তরে বেগম মুজিব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের ভুমিকার জন্য তাদের এবং তাদের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।