You dont have javascript enabled! Please enable it!

ঢাকায় পৌঁছার পর তাজউদ্দীন ও সৈয়দ নজরুলের সাক্ষাতকার (ভিডিও)

প্রথম টার্গেট যুদ্ধাপরাধীদের বিচার
দেশে ফিরে প্রথমেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে দৃপ্ত শপথ উচ্চারণ করলেন নজরুল-তাজ জুটি। নিজের মাটিতে যুদ্ধ জয়ের আনন্দের সাথে প্রিয় নেতা বঙ্গবন্ধুকে ফিরে পাবার আবেগটিও স্পষ্ট দু’মিনিটের এই ভিডিওতে।
‘War criminals must be tried within the boundary of law’ – it was the first and formost determination of the acting president Syed Nazrul and the PM Tajuddin immediate after landing the liberated Bangladesh. The video was released by the Associated Press on 25th Dec 1971.

প্রবাসী সরকারের প্রত্যাবর্তন

প্রবাসী সরকারের প্রত্যাবর্তন২২ ডিসেম্বর ১৯৭১ভারতীয় বিমানবাহিনীর ক্যারিবু পরিবহন বিমানে করে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ বাংলাদেশ সরকারের সাতজন সদস্য ঢাকা এসে পৌঁছান। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর, খোন্দকার মোস্তাক, এএইচএম কামরুজ্জামান, আব্দুস সামাদ আজাদ, সোহরাব হোসেন। আজ বিকেলে তারা ঢাকায় তেজগাঁ বিমানবন্দরে পদার্পণ করলে নগর বাসীরা তাদের বীরোচিত সংবর্ধনা জ্ঞাপন করেন। বিজয়ী নেতৃবৃন্দের রাজধানীতে উপস্থিতির সঙ্গে সঙ্গে পাক সামরিক জান্তার বিগত ৯ মাসের বর্বর নির্যাতনের স্তব্দ ঢাকা নগরী আবার সজিব হয়ে উঠেছে। মুক্তিসংগ্রামের বিজয়ী বীররা বাংলাদেশের অস্থায়ী রাজধানী মুজিবনগর হতে সরকারী দপ্তর সহ ঢাকায় আগমন করতেছেন, বেতার ও পত্র পত্রিকায় এ সংবাদ প্রচারিত হওয়ার সাথে সাথে ঢাকা নগরীর রাজপথে মানুষের ঢল নামে। অতীত দুঃখ বেদনা বিস্মৃত হয়ে পিতৃ মাতৃহারা সন্তান, সন্তান হারা পিতামাতা , ভাই হারা বোন এবং বোন হারা ভাই, শ্রমিক, মজুর, সরকারী কর্মচারী, ছাত্রছাত্রী, এমনকি দূর দুরাঞ্চল হতে কৃষকরা পর্যন্ত শহরে ছুটে এসে বিমানবন্দরগামী মানুষের স্রোতে মিশে যায়।. তারা নেতৃবৃন্দকে এক নজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে অপেক্ষা করতে থাকে। শহরের আনাচে কানাচে থেকে জয়বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগানে ছোট ছোট মিছিল এসে বিমানবন্দরে মিলিত হয়। নেতাগন ঢাকায় পৌছার আগেই রাস্তাঘাট বিমানবন্দর এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে। আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান এমএনএ, কেএম ওবায়দুর রহমান এমএনএ, গাজী গোলাম মোস্তফা এমপিএ, একেএম সামশুজ্জহা, খালেদ মোহাম্মদ আলী এমএনএ, তোফায়েল আহমেদ এমএনএ, ডেপুটি চীফ একে খন্দকার, ডাকসু ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বিমানবন্দরে নেতাদের বরন করেন।@Salah Uddin

Posted by সংগ্রামের নোটবুক on Saturday, December 21, 2019

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!