You dont have javascript enabled! Please enable it!

১৮ ডিসেম্বর ১৯৭১ঃ চট্টগ্রাম

সার্কিট হাউজে মুক্তি বাহিনী এবং মুক্তিবাহিনীর বিভিন্ন পর্যায়ের কমান্ডারদের সাথে প্রশাসনিক পরিষদের প্রশাসক নুরুল ইসলাম চৌধুরী বৈঠক করেছেন। তিনি তাদের সকলকে শান্তি শৃঙ্খলা রক্ষায় আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রশাসনিক পরিষদের প্রশাসক নুরুল ইসলাম চৌধুরী এমপিএ ফজলুল হক বিএসসি এমএনএ এবং আওয়ামী লীগ সাধারন সম্পাদক এম এ হান্নান রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। নেতাগন রেলওয়েকে অবিলম্বে রেলওয়ে চালু করার বেবস্থা নেয়ার নির্দেশ দেন।
ছাত্রলীগ শহর শাখা এক সভায় মিলিত হয়ে মুজিব বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকায় এলাকায় ছাত্রলীগের আঞ্চলিক অফিস খোলার আহবান জানান।
সার্কিট হাউজ দেখার জন্য দুদিন যাবত চট্টগ্রামের জনতা সেখানে ভিড় করছেন। চট্টগ্রামে নির্যাতন হত্যার অনেক ঘটনা এখানে ঘটেছে এমনকি কতক পাক সৈন্য এর গনকবর আছে এখানে।
চট্টগ্রামের জনগনের পক্ষ হতে সার্কিট হাউজে বিকেলে চট্টগ্রাম মিত্র বাহিনী কম্যান্ডার মেজর জেনারেল আরডি হীরাকে আগামীকাল সংবর্ধনা দেয়া হবে। প্রশাসনিক পরিষদের প্রশাসক নুরুল ইসলাম চৌধুরী জনগণকে উপস্থিত থাকার আমন্ত্রন জানিয়েছেন।
সরকারী নির্দেশ অনুযায়ী আগামীকাল সব অফিস খুলবে।
প্রশাসনিক পরিষদের প্রশাসক নুরুল ইসলাম চৌধুরী এমপিএ ফজলুল হক বিএসসি এমএনএ এবং আওয়ামী লীগ সাধারন সম্পাদক এম এ হান্নান রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!