উদ্বাস্তু পুনর্বাসনের অর্থ বরাদ্দ চাই
পূর্ব পাকিস্তানে (বাংলাদেশে) সাম্প্রতিক যে ঘটনাবলী ঘটছে সেই সম্পর্কে মার্কসবাদীদের মনােভাব পরিষ্কার ব্যক্ত করা হয়েছে। ত্রিপুরা ও পার্শ্ববর্তী রাজ্যগুলােতে উদ্বাস্তু আগমন ঘটতে বাধ্য। ত্রিপুরার মতাে ঘাটতি রাজ্য সেই বাড়তি বােঝা বহন করতে পারে না। তাই উদ্বাস্তু পুনর্বাসনের সম্যক দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। তার জন্য প্রয়ােজনীয় সংখ্যক ব্যয় বরাদ্দ এই বাজেট রাখতে হবে। সময়ােচিত ব্যবস্থা গৃহীত না হলে হতভাগা উদ্বাস্তুদের দুর্ভোগের সীমা থাকবে না এবং সাথে সাথে সেই রাজ্যবাসীদেরও দুর্ভোগ আরও বাড়বে।
সূত্র: দেশের ডাক
০৯ এপ্রিল, ১৯৭১
২৬ চৈত্র, ১৩৭৭