You dont have javascript enabled! Please enable it! 1971.09.26 | নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়ার জন্যই বাংলাদেশে ভারতীয় বাহিনীর প্রবেশ - লে. জে. অরােরা | জাগরণ - সংগ্রামের নোটবুক

নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়ার জন্যই বাংলাদেশে ভারতীয় বাহিনীর প্রবেশ
– লে. জে. অরােরা

আগরতলা, ৪ ডিসেম্বর- আকাশবাণীর খবরে প্রকাশ, জিওসি ইস্টার্ন কমান্ড লে. জে. অরােরা অদ্য কলিকাতায় সাংবাদিক সাক্ষাৎকারে বলেন, মুক্তিবাহিনীর সাথে একযােগে বাংলাদেশ হতে দখলদার পাক বাহিনীকে উৎখাতের জন্যই আমাদের স্থল, নৌ এবং বিমান বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে পশ্চিমবঙ্গের হিলি ও বয়ড়া এবং ত্রিপুরার আগরতলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অনুরূপ নির্দেশ বিমান বাহিনীকেও দেয়া হয়েছে। তিনি আরও বলেন, মাটির লােভে নয়, নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেয়ার জন্যই বাংলাদেশে ভারতীয় বাহিনীর প্রবেশ।
লে. জে. অরােরা আরও জানান যে, বাংলাদেশের সাথে পাকিস্তানের নৌপথে যােগাযােগ বিচ্ছিন্ন করে দেয়ার জন্য আমাদের নৌ এবং বিমান বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
ভারত-পাকিস্তান রণাঙ্গণের খবরে প্রকাশ, আজ বাংলাদেশের লালমনিরহাটে তিনটি পাকিস্তানি বােমারু বিমানকে ভূপাতিত করা হয়। অন্যদিকে আমাদের বিমান বাহিনী লাহােরস্থ সারগােদা বিমানবন্দরে বােমা বর্ষণ করে চারটি বিমান নষ্ট করে দেয়। তাছাড়া পশ্চিম খণ্ডে আজ আমাদের বিমান বাহিনী চান্দেরী, মারী, মাসুদ, চান্দামারী এবং রিসালপুর প্রভৃতি বিমান ঘাঁটিতে বােমা বর্ষণ করে প্রভূত ক্ষতিসাধন করে।
খবরে আরও প্রকাশ, পাঠানকোটে আমাদের জওয়ানের ১২টি ট্যাঙ্ক ও ২টি মিরাজ বিমান ধ্বংস করে। কাশ্মীরের জাম্বু এলাকায়ও ৬টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়।

সূত্র: জাগরণ
২৬ সেপ্টেম্বর, ১৯৭১