১৭ ডিসেম্বর ১৯৭১ঃ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তাজউদ্দিনের বেতার ভাষণ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ জাতির উদ্দেশে বেতার ভাষণে বলেন আমাদের বিজয় বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের বিজয়, ভারত বাংলাদেশের মৈত্রীর বিজয়, সত্য ন্যায় ও গনতন্ত্রের বিজয়। তিনি মুক্তিযুদ্ধে শহীদ সকল নাগরিকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অভিনন্দন জানান। তিনি বলেন আমাদের সংগ্রাম শেষ হয়নি। আমাদের নেতা বঙ্গবন্ধু এখন পাকিস্তানের কারাগারে বন্দী। তিনি পাকিস্তানী শাসক বর্গকে শেষ মুহূর্তে শুভবুদ্ধির পরিচয় দিয়ে বঙ্গবন্ধুর মুক্তি দেয়ার আহবান জানান। তিনি পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোকে এর সুফল সম্পর্কে পাকিস্তানকে অবহিত করার আহবান জানান। তিনি স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত ও সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভারতের সেনাবাহিনী প্রধান মানেকশ এবং পূর্বাঞ্চলীয় কম্যান্ড প্রধান অরোরা এবং নৌ ও বিমানবাহিনী প্রধানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা অভিনন্দন জানিয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি যেভাবে বাংলাদেশের শরণার্থীদের আগলে রেখেছিলেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তিনি পোল্যান্ড সহ পৃথিবীর যে সকল জনগন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জনগণকে এখন দেশ গড়ার সংগ্রামে সামিল হওয়ার আহবান জানান।