১৭ ডিসেম্বর ১৯৭১ঃ চট্টগ্রামে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মুক্তি বাহিনী কম্যান্ডার
১৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধা সমবিহারে উত্তর দিক দিয়ে চট্টগ্রাম পৌঁছেন নুরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ জেলা সাধারন সম্পাদক এম এ হান্নান, ১ নং সেক্টর কম্যান্ডার মেজর রফিক, মোশাররফ হোসেন এমপিএ, মীর্জা আবু মনসুর, ওবায়দুল হক, ডাঃ ফয়েজ, ক্যাপ্টেন এনাম, ছাত্রনেতা এসএম ইউসুফ, এম এ ইসহাক। ১৭ ডিসেম্বর চট্টগ্রাম পৌঁছেন বোয়ালখালী অবস্থান করা মুজিব বাহিনী কম্যান্ডার ও এমপিএ আব্দুল মান্নান। ১৭ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম আওয়ামী লীগ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় কোরআন তেলওয়াত করা হয়। সভায় বক্তারা শহর থেকে কারফিউ এবং নিষ্প্রদীপ বেবস্থা তুলে নেয়ার আহবান জানান। সভায় আইন শৃঙ্খলা রক্ষায় মুক্তি বাহিনীকে সহযোগিতার আহবান জানানো হয়। ১৮ ডিসেম্বর চট্টগ্রাম ফিরতে পারেন আতাউর রহমান কায়সার এমএনএ, ফজলুল হক বিএসসি এমএনএ, মোঃ ইশাক এমপিএ, সুলতান আহমদ, জহুরুল ইসলাম।