১৭ ডিসেম্বর ১৯৭১ঃ খুলনা আত্মসমর্পণ
খুলনা সার্কিট হাউজে দুপুর ২টায় আত্মসমর্পণ অনুষ্ঠান হয়। ব্রিগেডিয়ার হায়াত, ৭ লেঃকঃ সহ ৮১ জন অফিসার, ১৩০ জন জেসিও ৩৪৭৬ জন সৈনিক মেজর জেনারেল দলবির সিং এর কাছে আত্মসমর্পণ করেন। সাহায্যকারী ২০৭ সিভিলিয়ানও আত্মসমর্পণ করেন। অনুস্থানে ৮ নং সেক্টর কম্যান্ডার মেজর মঞ্জুর, ৯ নং সেক্টর কম্যান্ডার মেজর জলিল ৯ নং সেক্টর কম্যান্ডার হিসেবে আদেশপ্রাপ্ত মেজর জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার হায়াত তার রিভলভার এবং সাত ব্যাটেলিয়ন সিও সহ কোমরের বেল্ট, বেজ, রেঙ্ক খুলে দলবির সিং এর হাতে অর্পণ করে আত্মসমর্পণ করেন। দলবির সিং সারেন্ডার ডকুমেন্ট আগে থেকে রেডি করে নিয়ে এসেছিলেন। তিনি তার এটাচি থেকে তা বের করে হায়াতকে পড়ে শুনান। শুনে হায়াত ডকুমেন্ট এ স্বাক্ষর করেন। আত্মসমর্পণের ২য় অনুষ্ঠান হয় নিউজপ্রিন্ট মিলে এখানে ১০৭ ব্রিগেড সদর দপ্তর ছিল এখানে মুলত অস্র সমর্পণ হয়।অস্র মজুতের বড় অংশই তারা নষ্ট করে বা নদী নালায় ফেলে দেয়।