You dont have javascript enabled! Please enable it! 1971.12.17 | ঢাকা শহরে মুক্তিযোদ্ধা - সংগ্রামের নোটবুক

১৭ ডিসেম্বর ১৯৭১ঃ ঢাকা শহরে মুক্তিযোদ্ধা

বুড়িগঙ্গায় মুক্তিযোদ্ধাবাহী নৌকা ডুবিতে ১১ জন মুক্তিযোদ্ধা পানিতে ডুবে মারা গিয়েছে।
শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের একটি অংশ সমাবেশ করেছে। (সম্ভবত সিপিবি ন্যাপ বাহিনী)
মিরপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষিপ্ত দল রাজাকার দালাল ধরার অভিযান চালাচ্ছে।
কোন কোন মুক্তিযোদ্ধার দল গাড়ীযোগে শহরে বিজয় মিছিল করছে।
বিভিন্ন স্থানে ফাকা গুলি করে মুক্তিযোদ্ধারা আনন্দ উতসব করছে।
নোটঃ ছবির হতাহতের বিষয় আগের হতে পারে
ঢাকায় আসা ৩ নং সেক্টর মুক্তিযোদ্ধাদের ৮০০ জনের খাওয়ার বেবস্থা করেছেন পাবনা স্টোরের মালিক ও জেলা প্রশাসন।