You dont have javascript enabled! Please enable it!

করাচীতে পােলিশ পররাষ্ট্র উপমন্ত্রীকে হত্যার পিছনে রাজনৈতিক চক্রান্ত ছিল না?

করাচী, ১৫ জানুয়ারি এ-পি জানিয়েছে, গতকাল এক সাংবাদিক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ইয়াহিয়া খান বলেছেন, করাচী বিমান বন্দরে গত নভেম্বর মাসে এক ভ্যান ড্রাইভার পােল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং তিনজন পাকিস্তানী নাগরিককে যে হত্যা করেছিল তার পিছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র ছিল না।
এ ব্যাপারের তদন্তের জন্য যে কমিশন গঠিত হয়েছিল তার রিপাের্ট পাঠ করে তিনি দেখেছেন, তাতে কোন ষড়যন্ত্রের কথা নেই, বলা হয়েছে এটা একজন ব্যক্তির কাজ ছাড়া অন্য কিছুই নয়। পােল্যান্ড সরকারকে একথা জানানাে হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সূত্র: কালান্তর, ১৬.২.১৯৭১