১৭ ডিসেম্বর ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী ও ভারত
লোকসভায় ইন্দিরা গান্ধী বলেছেন বাংলাদেশের মানুষের জন্য তিনি ভারতীয় সমর্থনের সকল বিষয় পূরণ করেছেন। তিনি ইয়াহিয়ার গতকালের ভাষণের নিন্দা করে বলেন তার ভাষণ খুব আগ্রাসী ছিল। তিনি মনে করেন না এ ভাষণ পাকিস্তানের জনগনের ভাষণ। তিনি বলেন পাকিস্তানের জনগনের জন্য তার দেশের কোন বৈরিতা নেই। তিনি পশ্চিম ফ্রন্টে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন। ভারত সরকারের এক মুখপাত্র আজ চীন সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সিকিম সীমান্তে চীন ভারতকে সীমান্ত সংঘর্ষের জন্য দায়ী করেছিল। সোভিয়েত সংবাদ সংস্থা তাস এর সাংবাদিক কলকাতার কাছে কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করে জানিয়েছে তারা খুবই আনন্দিত এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সরকারী ভাবে শরণার্থী ফিরতে আরও দেরী হতে পারে। পরে তিনি বেনাপোল দিয়ে যশোর প্রবেশ করে যুদ্ধে জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি জেল থেকে মুক্তি পাওয়া বন্দীদের সাথে কথা বলে জানেন এরা আওয়ামী লীগের কর্মী ছিল তাই পাকিস্তানীরা তাদের কারাগারে বন্দী করে।