৪ দফা প্রস্তাব মেনে নেওয়ার জন্য ভাসানীর দাবি
নয়াদিল্লী, ২১ মার্চ (ইউ এন আই) – আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের ৪দফা প্রস্তাব মেনে নিতে পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে জাতীয় আওয়ামী পার্টির নেতা মৌলানা ভাসানী দাবি জানিয়েছেন। আজ ঢাকা বেতার কেন্দ্র থেকে এই সংবাদ জানানাে হয়েছে।
চট্টগ্রাম থেকে প্রচারিত এক বিবৃতিতে মৌলানা ভাসানী বাঙলাদেশের জনগণকে অধিকার আদায়ের ক্ষেত্রে দৃঢ়সঙ্কল্প হতে আবেদন জানিয়েছেন। চূড়ান্ত স্বাধিকার আদায়ের ক্ষেত্রে জনসাধারণ সমস্ত রকমের ত্যাগ স্বীকার করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বিবৃতিতে মৌলানা ভাসানী জয়দেবপুরে সেনাবাহিনীর গুলিচালনার তীব্র নিন্দা করেছেন।
রেডিও পাকিস্তান জানিয়েছে, আজ জয়দেবপুরে ৬ ঘন্টাকাল সান্ধ্য আইন শিথিল করা হয়েছিল। সন্ধ্যা ছ’টা থেকে পুনরায় সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে।
সূত্র: কালান্তর, ২২.৩.১৯৭১