You dont have javascript enabled! Please enable it! 1971.12.16 | বিক্ষিপ্ত সংঘর্ষ - সংগ্রামের নোটবুক

১৬ ডিসেম্বর ১৯৭১ঃ বিক্ষিপ্ত সংঘর্ষ

ভিজ নিউজ এনবিসির টিভি রিপোর্ট এ বলা হয়। অস্রধারী দুজন পাক সৈন্য ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হয় পরে তারা একটু সরে গিয়ে হোটেলের দিকে গুলিবর্ষণ শুরু করে। সেখানে তখন ভারতীয় বাহিনীর একটি অংশ পৌঁছে গিয়েছিল। তাদের পাল্টা গুলিতে দুই সৈন্য এর একজন নিহত হয় অপর জনকে আটক করা হয়। সৈন্যদের গুলিতে দুজন বেসামরিক লোক নিহত হয় একজন আহত হয়। আহত ব্যক্তির আঘাত সামান্য।
শহরে বিভিন্ন পকেটে থাকা পাকিস্তানী সৈন্যদের সাথে বাঙ্গালী অস্রধারীদের সংঘর্ষে ডিআইটির সামনে একজন সচিবালয়ের সামনে ১জন পাকিস্তানী সৈন্য নিহত হয়।
বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন পাক বাহিনীর গুলীতে বেশ কয়েকজন বাঙ্গালী নিহত হয়েছেন। ধানমণ্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাসভবনের সৈন্যদের গুলিতে দুটি ঘটনায় তিনজন নিহত হয়েছে।