১৬ ডিসেম্বর ১৯৭১ঃ শেষ যুদ্ধ – চান্দনা গাছা গাজীপুর
১৫ ডিসেম্বর থেকে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড যোগাযোগ ঘাটতি দেখা যায়। এদিন ভোরে অর্থাৎ ১৬ ডিসেম্বর ৯টি যানবাহনে অস্র যাচ্ছিল জয়দেবপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট এর দিকে। গাছা এলাকায় তখন ভারতীয় বাহিনীর অবস্থান পোক্ত ছিল। ভারতীয়দের হামলায় আরোহী ১৬ সৈনিক সহ গাড়ী গুলি ধ্বংস হয়। গাড়ীর আরোহী তিন জন জীবিত ছিল। দুই ঘণ্টা ধরে গাড়ীর অস্র গুলো বিস্ফোরিত হয়। পরে জয়দেবপুর থেকে ২০ টিসিভি ২টি ট্যাঙ্ক সহ কিছু সৈন্য উত্তরে রওয়ানা হয়। (উত্তরে ঢাকা ময়মনসিংহ সড়ক তখন ছিল না)। ভারতীয় বাহিনী তাদের উপর হামলা করে। পাকিস্তানীদের গুলীতে একটি ভারতীয় এমএমজি পোস্ট ধ্বংস হয় সেখানে একজন নিহত দুজন আহত হয়। ভারতীয় গানারদের একটু পুনর্গঠিত হওয়ার সময় তারা ভারতীয় অবস্থানে ঢুকে পরে কিন্তু ৭ বিহারের দক্ষতায় একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় অপর ট্যাঙ্ক ছেড়ে সৈন্যরা সড়ে পরে এ সময় পাকিস্তানী পদাতিকরা ভারতীয়দের উপর মর্টার ও আর্টিলারি হামলা করে। এখানে দু ঘণ্টা যুদ্ধ শেষে বিকেল ৪ টায় পাকিস্তানীরা আত্মসমর্পণ করে। এখানে ৯৩ জন পাক সৈন্য নিহত ২০ জন আহত ৩১২ জন বন্দী হয়। যুদ্ধ করে নাগড়া বাহিনীর ঢাকায় প্রবেশ এটিই প্রথম। মুল সারেন্ডারের তখন ৩১ মিনিট বাকী।