You dont have javascript enabled! Please enable it! 1971.12.16 | প্রথম ভারতীয় সেনা ইউনিটের জিরো পয়েন্ট উপস্থিতি - সংগ্রামের নোটবুক

১৬ ডিসেম্বর ১৯৭১ঃ প্রথম ভারতীয় সেনা ইউনিটের জিরো পয়েন্ট উপস্থিতি

ভারতীয় সেনাবাহিনীর প্যারা ট্রুপার বাহিনী ২ প্যারা টাঙ্গাইলে অবতরনের পর দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেল যেখানে সকল বিদেশী সাংবাদিক অবস্থান করছেন তা এখন জিরো পয়েন্টে পরিনত হয়েছে। জনতাও এদিকে আসছেন। লেঃ কঃ কুলওয়ান্ত সিং পান্নুর জীপ সেখানে পৌছা মাত্র বিদেশী সাংবাদিক জনতা তার উপর ঝাপিয়ে পড়ে। জনতা সৈন্যদের মাল্য ভূষিত করে। আলিঙ্গন করমর্দন করে। জনতা এবং সৈন্যরা শেখ মুজিবের ছবি নিয়ে জয়বাংলা স্লোগানে এলাকা প্রকম্পিত করে রাখেন।