You dont have javascript enabled! Please enable it! 1971.12.16 | ভারতীয় সামরিক প্রতিনিধি দলের ঢাকা আগমন - সংগ্রামের নোটবুক

১৬ ডিসেম্বর ১৯৭১ঃ ভারতীয় সামরিক প্রতিনিধি দলের ঢাকা আগমন

জেকব পৌছার আগেই শহরে ঢুকে গেছে উত্তরের ৬৩ কেভেলরি (বগুড়া থেকে) ২প্যারা ব্যাটেলিয়ন(টাংগাইল), উত্তর পূর্বের ৪ গার্ড (আখাউরা), পূর্বদিকের ১৮ রাজপুত(আখাউরা), ১০ বিহার(আখাউরা),১৪গার্ড(গঙ্গাসাগর) এর সামনের অংশ। কাদেরিয়া বাহিনী বিমান বন্দর অবস্থান নিয়েছে। কাদের সিদ্দিকি জেকবের আশে পাশে থাকলেও তিনি অফিশিয়াল প্রতিনিধি নন। ব্রিগেডিয়ার সাবেগ সিংহ এর সাথে এসেছেন সেক্টর কম্যান্ডার হায়দার। ঢাকা তার সেক্টরের অধীন। ঢাকায় সেক্টর ট্রুপ্স তেমন না পৌঁছালেও তার গেরিলারা সারা শহরে বিচরন করছে। ঢাকা নিয়ন্ত্রনে তার ভুমিকা এখানে গুরুত্বপূর্ণ। তাই তাকে অফিসিয়াল প্রতিনিধি একে খন্দকারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ভাবে দেখা হচ্ছে। বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা রোধে ২প্যারা ব্যাটেলিয়নকে মোতায়েন করা হয়েছে। ৪ টার দিকে অরোরা, মিসেস অরোরা, এয়ার মার্শাল দেওয়ান, ৪ কোর কম্যান্ডার সগত সিং, ভাইস এডমিরাল কৃষ্ণান, গ্রুপ ক্যাপ্টেন খোন্দকার এয়ারপোর্টে এসে পৌঁছেন। ২ প্যারা তাদের গার্ড অব অনার প্রদান করেন। নিয়াজি অভ্যর্থনা জানান যৌথ বাহিনীর কমান্ডারকে। তারা সেখান থেকে সরাসরি চলে যান অনুষ্ঠান স্থলে। জেকবের স্টাফ অফিসার কর্নেল খাড়া ই এখন সব কিছু দেখা শুনা করছেন। ক্লের নাগড়া সন্ত সিং কে এস পান্নু এখনও কোন দায়িত্ব বা নির্দেশনা পাননি।

ছবি পরিচিতি

১) ভাইস এডমিরাল কৃষ্ণান পূর্বাঞ্চল নৌ প্রধান ২) এয়ার ভাইস মার্শাল দেওয়ান পূর্বাঞ্চল বিমান বাহিনী প্রধান ৩) লেঃ জেনারেল সগত সিং, ৪ কোর ৪) সুরোজিত সেন গুপ্ত, অল ইন্ডিয়া রেডিও, সরাসরি সম্প্রচার ৫) ফ্লাইট লেঃ কৃষ্ণমূর্তি হেলিকপ্টার পাইলট ৬) অজ্ঞাত ৭) আকাশবাণী প্রতিনিধি ৮) একে খন্দকার ৯) মেজর জেনারেল কৃষ্ণা রাও পরে ৮৩ এর দিকে সেনা প্রধান ১০) অজ্ঞাত ১১) অজ্ঞাত