১৬ ডিসেম্বর ১৯৭১ঃ ভারতে বাংলাদেশ সরকারের কার্যক্রম
দিল্লীতে আত্মসমর্পণ বিষয়ে বাংলাদেশ মিশনের বিশেষ অনুষ্ঠান পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ বিষয়ে দিল্লিস্থ বাংলাদেশ মিশন এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। তিনি সেখানে বিশাল করতালির মধ্যে দিল্লিস্থ বাংলাদেশ মিশন প্রধান হুমায়ূন রশিদ চৌধুরী ঘোষণা করেন বাংলাদেশ মুক্ত ও স্বাধীন। প্রবাসী সরকার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মস্তাক আহমেদ কলকাতায় বাংলাদেশের জনগণকে দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগের আবেদন জানান। ত্রান মন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান বলেছেন দেশে অচিরেই ত্রান ও পুনর্বাসন কার্যক্রম চালু করা হবে। কলকাতায় বাংলাদেশ সরকারের মুখপাত্র বলেছেন কাল থেকেই সারা দেশে বেসামরিক প্রশাসন চালু হবে।