You dont have javascript enabled! Please enable it! 1971.12.16 | কর্নেল ওসমানীকে বহনকারী হেলিকপ্টারে গুলিবর্ষণ জরুরী অবতরন | ওসমানী কেন আত্মসমর্পন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি - সংগ্রামের নোটবুক

১৬ ডিসেম্বর ১৯৭১ঃ কর্নেল ওসমানীকে বহনকারী হেলিকপ্টারে গুলিবর্ষণ জরুরী অবতরন

কর্নেল ওসমানীকে বহনকারী হেলিকপ্টারে পথে গুলিবিদ্ধ হলে ফেঞ্চুগঞ্জে জরুরী অবতরন করে। তার সাথে ছিলেন ভারতীয় ব্রিগেডিয়ার উজ্জ্বল দাস গুপ্ত, শেখ কামাল, কর্নেল রব, ওসমানীর পিআরও মোস্তফা আল্লামা। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ফ্লাইট লেঃ সুলতান মাহমুদ। গুলীতে ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত ও মস্তফা আল্লামা হাতে গুলিবিদ্ধ হয়েছেন। দুর্ঘটনার আগে ওসমানী কুমিল্লা সফর করেন। সেখান থেকে তিনি সিলেট আসছিলেন। সিলেট মুক্ত থাকলেও পাক বাহিনী দুটি ক্যান্টনমেন্ট এ সীমাবদ্ধ ছিল। হেলিকপ্টারটি ৩০০০ ফুট উচুতে শহরের উপর চক্কর দিচ্ছিল। এসময় শত্রুর গুলিতে হেলিকপ্টারের তেলাধার ক্ষতিগ্রস্থ হয়। ওসমানী নিজে হাত দিয়ে তেলাধারের ফুটা চেপে ধরেন। এতে গরম তেলে তিনি আহত হন। এক পর্যায়ে তেল শেষ হয়ে গেলে হেলিকপ্টারটি ফেঞ্চুগঞ্জে ধান ক্ষেতে অবতরণ করে। সেখানে ভারতীয় বাহিনীর ফিল্ড হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হয়। সবাই সেখানে রাত্রি যাপন করেন। পরদিন অন্য হেলিকপ্টারে তারা সিলেট ফিরেন।