You dont have javascript enabled! Please enable it!

২৩ ফেব্রুয়ারি, ১৯৭১
• ঢাকায় নিযুক্ত সোভিয়েত কন্সাল জেনারেল ভ্যালেন্টিন এস.পপোভ শেখ মুজিবুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। দেড় ঘণ্টা ব্যাপী আলোচনায় প্রদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রাধান্য পায়
• পাকিস্তান পিপলস পার্টির এমএনএ দের জাতীয় পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে দলে মতানৈক্য। তার দল জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবে না বলে জানায়। ইতিপূর্বে তারা জানাইয়াছিল ৬ দফার প্রশ্নে মুজিব অনড় থাকলে তার দলের এমএনএ রা জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবে। তাদের ঐ সিদ্দান্তের ফলে ইয়াহিয়া এলএফও সংশোধন করেছিলেন।
• তেহরিক এ ইস্তেকলাল পার্টি প্রধান এয়ার মার্শাল আসগর খান বলেছেন পূর্ব পাকিস্তানের উপর নিজেদের ইচ্ছা চাপাইয়া দেয়া উচিত নয়
• জমিয়তে ইসলামী প্রধান মৌলানা মুফতি বলেছেন সংখ্যাগরিষ্ঠতার প্রভাবে আওয়ামী লীগ শাসনতন্ত্র চাপাইয়া দিতে চাহে না।
• স্বাধিকারের দাবিতে পল্টন ময়দানে ছাত্রলীগের বিশাল সমাবেশ
• ঢাকা স্টেডিয়ামে এমসিসি একাদশের সাথে পাকিস্তান একাদশের বেসরকারি টেস্ট ম্যাচের সূচী চূড়ান্ত।

৭১ এর এই দিনে সংশোধিত অপারেশন ব্লিটজ/সার্চ লাইট অনুমোদন হয়
সকল প্রদেশের গভর্নর ও সামরিক প্রশাসকদের এক বিশেষ সম্মেলনে প্রেসিডেন্ট জেনারেল এ. এম ইয়াহিয়া খান সভাপতিত্ব করেন। সহকারী প্রধান সামরিক প্রশাসক জেনারেল আবদুল হামিদ খান এবং প্রেসিডেন্টের প্রধান স্টাফ অফিসার লে. জেনারেল এস.জি.এম. পীরজাদাও সম্মেলনে যোগদান করেন। পিপিআইর খবরে প্রকাশ সরকারি ঘোষণায় ঐ সম্মেলনে আলাপ আলোচনায় বিষয়বস্তু সম্পর্কে কিছু বলা না হলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয় বলে অনুমান করা হচ্ছে।(ইত্তেফাক, মর্নিংসান ২৩ ফেব্রুয়ারী ৭১)

(হামুদুর রহমান কমিশনে গভর্নর আহসানের বক্তব্য অনুযায়ী Dawn)
“The anti-Bengali bias of the military leadership was very obvious. There was no representation from East Pakistan in the decision-making forums. In his statement before the Commission, Admiral Ahsan, the former governor of East Pakistan, aptly described the hostile mood of the military leadership when they decided to postpone the assembly session and launch a military operation in the eastern province. ‘On arrival in Rawalpindi I was alarmed to notice the high tide of militarism flowing turbulently…. There was open talk of a military solution according to plan ‘, maintained Admiral Ahsan. ‘I was caught quite unaware in this atmosphere for I know of no military solution which could possibly solve whatever crisis was supposed to be impending in the minds of the authorities.’
“It was evident from the statement that the decision to launch a military operation was taken without consulting the governor of East Pakistan who was the only sane voice in the government. Ahsan went on to describe the atmosphere at a crucial high-level meeting in Rawalpindi on February 22 1971.
” ‘The president presided over the meeting of the governors and martial law administrators attended as usual by the military and the civilian officers of the intelligence agencies. It is relevant to record that among the tribe of governors and MLAs I was the only non-army governor and the only retired officer in the midst of active service men. I was the only person, though a non-Bengali, who had to represent the sentiments of seventy million Bengalis to a completely West Pakistani generalship,’ said Admiral Ahsan. ‘During the past 17 months, in meetings and conferences, my brief ran counter to the cut-and-dried solutions of West Pakistan representatives and civil servants. The president invariably gave decisions which accommodated East Pakistan’s viewpoint, at least partially. This made me unpopular with my colleagues who probably thought I was ‘difficult’ at best and ‘sold’ to the Bengalis at worst.’

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!