You dont have javascript enabled! Please enable it! 1971.12.15 | বিমান হামলায় করাচী লণ্ডভণ্ড - সংগ্রামের নোটবুক

১৫ ডিসেম্বর ১৯৭১ঃ বিমান হামলায় করাচী লণ্ডভণ্ড

Reutar ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য করাচীতে প্রচণ্ড বিমান হামলা চালিয়েছে। এতে মোহাজের দের আবাসিক এলাকায় বোমাবর্ষণে ১১২ জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক। বোমায় একটি ৬ তলা ভবন ধ্বসে পড়েছে। করাচী বন্দরে বোমাবর্ষণে একটি বাণিজ্য জাহাজ ধ্বংস হয়েছে। বন্দরে পেট্রোলিয়াম মজুত ভাণ্ডারে বোমা হামলায় তা সম্পূর্ণ ধ্বংস হয়েছে সেখানে এখনও আগুন জ্বলছে। ডকে পার্ক করা অধিকাংশ গাড়ী ধ্বংস হয়েছে। পাকিস্তান রেডিও বলছে তার বাহিনী শিয়ালকোট লাহোর এবং কাশ্মির সেক্টরে ভারতের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। করাচীর উপকণ্ঠে একটি মসজিদ বিমান আক্রমনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরে একটি ক্লিনিক ধ্বংস হয়েছে। একটি স্কুলে ক্লাস চলাকালীন বোমাবর্ষণে স্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। হামলার পর জনগন নিরাপদ আশ্রয়ের খোজে শহর ছেড়ে চলে যাচ্ছে।