You dont have javascript enabled! Please enable it!

১৪ ডিসেম্বর ১৯৭১ আকাশবানী/ অল ইন্ডিয়া রেডিও

দিল্লীতে শ্রুত গ্রিনিচ সময় ১৫ টা ৩৭ মিনিটে আকাশবানী/ অল ইন্ডিয়া রেডিও এর খবরে বলা হয় । কুমিল্লা ক্যান্টনমেন্ট এ ১০০০ পাকিস্তানী সৈন্যকে চার দিক দিয়ে অবরুদ্ধ করে রেখেছে ভারতীয়/ মিত্র বাহিনী। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তাদের উপর ভারতীয় আক্রমন জোরদার করা হয়। চট্টগ্রামে আমাদের বাহিনী ১০ কিমি উত্তরে কুমিরা হাটে পৌঁছেছে। খুলনায় পাক বাহিনীর সর্বশেষ ক্যাম্প খুলনা দৌলতপুরে ভারতীয় বাহিনী হামলা করে যাচ্ছে আজ সেখানে তাদের দুটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাকিস্তানী জাতিসংঘের তিনটি গাড়ী আটক করা হয়েছে। আজ গুরুত্বপূর্ণ বগুড়া মুক্ত হয়েছে। কারন বগুড়ায় ১৬ ডিভিশন সদর দপ্তর অবস্থিত। জি ও সির দুটি গাড়ী বহরের অস্র ও সৈন্য আটক করা হয়েছে। দিনাজপুরের খানসামা যেখানে ৪৮ পাঞ্জাব ব্যাটেলিয়ন সদর সেখানে যুদ্ধের পর তা মুক্ত করা হয়েছে এখানে নিহত হয়েছে ২৫ জন পাকিস্তানী সৈন্য আটক করা হয়েছে ১৮ জনকে। উত্তরাঞ্চলের সকল পলাতক সৈন্য এখন সৈয়দপুর এবং রংপুরে সমবেত হয়েছে সৈয়দপুর দখলের জন্য ভারতীয় বাহিনী অগ্রসর হচ্ছে। সিলেট জেলার ৫(ভুলে বলেছে) মহকুমা মুক্ত হয়েছে। অল ইন্ডিয়া রেডিও এর শিলং প্রতিনিধি ৪ মহকুমা সফর করে বলেছেন সর্বত্র বেসামরিক প্রশাসন চালু হয়ে গেছে।( খাদিম নগর ও সালুটিকর পাক আর্মি ক্যাম্প তখনও দখল বাকী)। হরিপুর তেল রিফাইনারি অক্ষত অবস্থায় নিয়ন্ত্রন নেয়া হয়েছে। সিলেটে যে সকল পাকিস্তানী অস্র আটক করা হয়েছে তার প্রায় সকল অস্রেই চাইনিজ চিহ্ন বিদ্যমান।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!