You dont have javascript enabled! Please enable it! 1971.12.13 | ঢাকার পরিস্থিতি ও দেশের মুক্ত এলাকা - সংগ্রামের নোটবুক

১৩ ডিসেম্বর ১৯৭১ঃ ঢাকার পরিস্থিতি ও দেশের মুক্ত এলাকা

নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরবাসী

মিত্রবাহিনী ঢাকার উপকণ্ঠে চলে আসছে। বিকেল নাগাদ হয়ত আরও কাছে চলে আসবে এবং ট্যাঙ্ক রেঞ্জ চলে আসবে। আবারও বিমান হামলা হতে পারে। সম্ভাব্য বড় সংঘর্ষে আতঙ্কিত ঢাকা শহরবাসী ঢাকা ছেড়ে যাচ্ছে বা শহরেই নিরাপদ এলাকায় চলে যাচ্ছে।

ঢাকার জনজীবন

সম্ভাব্য বড় সংঘর্ষের আশংকায় সকল বাজার, বিপণী বিতান, দোকান বন্ধ হয়ে গেছে এবং যাচ্ছে। রাস্তায় গনপরিবহন কমে যাচ্ছে। দুরপাল্লার যানবাহনও তেমন চলছে না। জনগনের মধ্যে বিরাট আতঙ্ক বিরাজ করছে। বেসামরিক এলাকায় খণ্ডিত আকারে পাকিস্তানী টহল এবং চলাচল নাই বললেই চলে। নিরাপত্তার জন্য বাসায় দোকানে অনেকই পাকিস্তানী পতাকা উড্ডীন রেখেছে। অনেক মুক্তিযোদ্ধা কমান্ড থেকে বা কমান্ডের বাহিরে দায়িত্ব নিয়ে শহরের ভিতর অবস্থান নিয়েছে।