১৩ ডিসেম্বর ১৯৭১ঃ যশোর পরিস্থিতি
দ্রুত গতিতে ভারতীয় বাহিনী যশোর বিমানবন্দর চালু করে। পরীক্ষামূলক হিসেবে দু আসন বিশিষ্ট একটি SPOTTER বিমান উঠানামা করে। বিদেশী সাংবাদিকরা আজ জেলা কারাগার পরিদর্শন করে পাক যুদ্ধবন্দীদের দৃশ্য ধারন করেন। জেলে কিছু অবাঙ্গালী দোসরও আছেন। জনরোষ থেকে বাঁচানোর জন্যই তাদের কারাগারে রাখা হয়েছে। জেলখানার প্রবেশ পথেই একটি গনকবর পাওয়া যায়। সেটি খুড়ে কিছু কঙ্কাল পাওয়া যায়। লোকমুখে শুনা যায় তাদের কুকুরের মত গুলি করে মারা হয়েছে।