You dont have javascript enabled! Please enable it! 1971.12.13 | বিদেশীদের ভারত ত্যাগের সুবিধার্থে ভারতীয় বিমান হামলা স্থগিত - সংগ্রামের নোটবুক

১৩ ডিসেম্বর ১৯৭১ঃ বিদেশীদের ভারত ত্যাগের সুবিধার্থে ভারতীয় বিমান হামলা স্থগিত সোভিয়েত নাগরিকদের উপর হামলা।

বিদেশীদের ভারত ত্যাগের সুবিধার্থে ভারতীয় বিমান হামলা স্থগিত রাখায় করাচী রাওয়ালপিন্ডি ইসলামাবাদ ঢাকা থেকে বিদেশীরা স্ব স্ব দেশের উদ্দেশে ১১ ও ১২ তারিখে পাকিস্তান ত্যাগ করে। বিমান গুলি করাচী থেকে সাইপ্রাসের নিকোশিয়া ও লন্ডন পৌঁছে। লন্ডনে যে বিমানটি গিয়েছে তাতে বেশীরভাগ যাত্রী ছিল ব্রিটিশ। এ বিমানে ব্রিটিশ বাণিজ্য জাহাজের আহত নাবিকরাও আছেন। সাইপ্রাসে গমনকারী বিমানগুলোতেও ব্রিটিশ যাত্রী বেশী। আজ ঢাকায় অবস্থানরত বিদেশীরা জাতিসংঘের বিমানে ঢাকা ছেড়ে গিয়েছেন। ফিরে যাওয়া বিদেশীরা বেশীরভাগ জাতিসংঘ কর্মচারী ও তাদের পরিবার। তারা ব্যাংকক ও সিঙ্গাপুর হয়ে স্ব স্ব দেশে ফিরবেন। রাওয়ালপিন্ডি থেকে সোভিয়েত নাগরিকরা দেশে ফিরে গিয়েছেন। বিমানবন্দরে প্রচণ্ড সোভিয়েত বিরোধী মিছিল বিক্ষোভ করে পাকিস্তানীরা। এ সময় তারা সোভিয়েত নাগরিকদের প্রতি পাথর নিক্ষেপ করে। এবং রান ওয়েতে সোভিয়েত বিমানের দিকে আক্রমনের উদ্দেশে তেড়ে যায়। পাকিস্তান সরকার পরে এই ঘটনার জন্য সোভিয়েত ইউনিয়নের কাছে ক্ষমা প্রার্থনা করে।