You dont have javascript enabled! Please enable it! 1971.12.13 | যুদ্ধ আপডেট - ভারত | উথান্তকে লেখা ইন্দিরা গান্ধীর পত্র | জাতিসংঘে সরণ সিং - সংগ্রামের নোটবুক

১৩ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট – ভারত

উথান্তকে লেখা ইন্দিরা গান্ধীর পত্র

নয়াদিল্লীতে এক সরকারী বিবরণীতে জানা যায় ইন্দিরা গান্ধী জাতিসংঘ মহাসচিব উথান্ত কে এক পত্রে জানিয়েছেন বর্তমান অশান্তির কারন গুলো দূর না করে যুদ্ধ বিরতি বা সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিরর্থক। জাতিসংঘ যদি মূল কারণ সনাক্ত করে তা নিরসনের বেবস্থা নেয় তবেই ভারত সকল ক্ষেত্রে সহযোগিতা করতে পারে ইন্দিরা গান্ধী তাকে জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের ভুমিকায় তিনি সঙ্গত কারনে খুব্ধ। আক্রান্ত ও আক্রমন কারীকে একই পাল্লায় বিচার করা হলে এর সমাধান জাতিসংঘের পক্ষে সম্ভব হবে না। তিনি বলেন ভারত সব সময় বিদেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঘোর বিরোধী। পাকিস্তানের আগ্রাসী নীতির বিরুদ্ধে আমাদের নিরাপত্তার প্রয়োজনে সংঘর্ষে লিপ্ত হতে হয়েছে।

জাতিসংঘে সরণ সিং

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাক ভারত প্রশ্নে নতুন করে বিতর্ক শুরু হওয়ার পর নিরাপত্তা পরিষদে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সরণ সিংহ বলেছেন ভারতকে পরামর্শ দেয়ার কিছু নেই পরামর্শ পাকিস্তানকে দিন। ভারতকে যুদ্ধবিরতির আহবান জানানোর আগে এই আহবান পাকিস্তানের সামরিক সরকারকে জানানো উচিত। তিনি বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেয়া এবং বাংলাদেশের স্থায়িত্ব এর গ্যারান্টির জন্য জাতিসঙ্ঘের কাছে দাবি জানান। তিনি বলেন ভারতীয় বাহিনীর বা সরকারের বাংলাদেশ বা পশ্চিম পাকিস্তানের এক ইঞ্চি ভুমিও দখলের কোন ইচ্ছা নাই। তিনি বলেন বাংলাদেশের ভুমি হতে পাক বাহিনী অপসারনের সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকলেই কেবল যুদ্ধ বিরতি সম্ভব।