১৩ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবারো যুদ্ধ বিরতি প্রস্তাব এবং ৩য় ভেটো
মার্কিন যুক্তরাষ্ট্র( স্থায়ী প্রতিনিধি জর্জ বুশের মাধ্যমে) পাক ভারত যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী মিটিং আহ্বানের পর আজ নিরাপত্তা পরিষদ নতুন করে বৈঠকে বসেছেন। স্থায়ী প্রতিনিধি জর্জ বুশ তাদের নতুন প্রস্তাব পরে শুনান এবং ভারতকে জাতিসংঘ সাধারন পরিষদের ২৭৯৩ নং প্রস্তাব মেনে নেয়ার আহবান জানান। জর্জ বুশ বলেন পাকিস্তানী সেনাবাহিনীর গত মার্চ মাসে শক্তি প্রয়োগ ছিল তাদের চরম ভুল(tragic mistake)। মিসেস গান্ধীর গত মাসের যুক্তরাষ্ট্র সফরের সময় প্রেসিডেন্টের কাছে প্রকাশ করেছিলেন যে আওয়ামী লীগের জন প্রতিনিধিরা পাকিস্তান সরকারের সাথে আলোচনায় বসতে রাজি আছে। সে সুত্রে দিল্লিস্থ পাকিস্তানী রাষ্ট্রদূত বেশ কয়েকবার শেখ মুজিবের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করার প্রচেষ্টা নিয়েও ব্যার্থ হন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এই আলোচনা প্রক্রিয়ায় কোন উৎসাহী ছিলেন না। ভারত উক্ত গোপন আলোচনার পথ বিনষ্ট করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। ভারত দু দুটি সোভিয়েত ভেটোর সাহায্যে যুদ্ধবিরতি প্রচেষ্টা বানচাল করে দিয়েছে। ভারতের মনে রাখা উচিত বিশ্ব এর ১০৪ টি দেশ যুদ্ধ বিরতির পক্ষে ভোট দিয়েছে। পরিষদে বিশদ আলোচনা ছাড়াই দ্রুত যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাশ করার প্রচেষ্টাকে সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স নিন্দা করেছেন। শেষে এ প্রস্তাবেও সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রয়োগ করে ফলে প্রস্তাব নাকচ হয়ে যায়।