You dont have javascript enabled! Please enable it!

১২ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট – বগুড়ার দিকে

১১ তারিখে মিত্র বাহিনী গোবিন্দগঞ্জের উত্তরে অবস্থান করছিল। আজ মধ্যরাত থেকে দক্ষিন ও দক্ষিন পশ্চিম দিক থেকে পাক বাহিনীর উপর তারা আবার আক্রমন শুরু করে। এখানে পাকবাহিনীর ছিল ২ কোম্পানি কম ৩২ বালুচ, ১ কোম্পানি ইঞ্জিনিয়ারস ব্যাটেলিয়ন, ৮৩ মুজাহিদের এক ব্যাটেলিয়ন, এক ট্রুপ শাফি ট্যাঙ্ক, ১০ এমএম হোয়াটজার। সকালে পাক বাহিনী গোবিন্দগঞ্জ ত্যাগ করে। এখানে মিত্র বাহিনী প্রচুর অস্র ও রসদ আটক করে। একটি শাফি ট্যাঙ্ক ধ্বংস হয় দুটি আটক করে। দুটি হোয়াটজার ধ্বংস হয় ৩টি আটক করে, ৫৫ টি বি যানবাহন আটক করে এর মধ্যে তিনটি ছিল জাতিসংঘের ত্রানের যানবাহন। দুটি ১০৬ এমএম আরসিএল, ৩ টন রসদ আটক করে। এখানে ৯০ জন পাক সৈন্য নিহত হয় আটক হয় ১২ জন। এখানে এক জন ভারতীয় অফিসার দুজন জওয়ান নিহত হয়।আহত হয় ৩ জন অফিসার ৫ জন জওয়ান। গোবিন্দগঞ্জ দখলের পর এক স্কোয়াড্রন বাদে ৬৩ কেভেলরিকে প্রত্যাহার করে পশ্চিম পাকিস্তান সীমান্তে প্রেরন করা হয়। আর্টিলারি দুর্বল হলেও জয়পুরহাট নওগাঁ দিয়ে আরেকটি ব্রিগেড ধাবমান করা হয়েছে। ১৬৫ ব্রিগেড নামে পরিচিত এ ব্রিগেড বালুরঘাটে এতদিন রিজার্ভ হিসাবে ছিল।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!