You dont have javascript enabled! Please enable it! 1971.12.12 | কুমিল্লায় ৩য় আত্মসমর্পণ - সংগ্রামের নোটবুক

১২ ডিসেম্বর ১৯৭১ঃ কুমিল্লায় ৩য় আত্মসমর্পণ

কুমিল্লায় এর আগে ৬-৭ তারিখের দিকে ২৫ এফএফ এর ২ কোম্পানি সৈন্য আত্মসমর্পণ করেছিল। ১০ তারিখে চৌদ্দগ্রাম / লাকসামে প্রায় এক ব্যাটেলিয়ন পাক সৈন্য আত্মসমর্পণ করেছিল। আজ চান্দিনার কাছাকাছি দল ছুট ৩৯ বালুচ এর প্রায় এক ব্যাটেলিয়ন সৈন্য আত্মসমর্পণ করে। ময়নামতি ক্যান্টনমেন্ট ৪ দিকে অবরুদ্ধ থাকায় বিভিন্ন স্থানের বিচ্ছিন্ন পাক ইউনিট গুলি ময়নামতিতে ১১৭ ব্রিগেডের সাথে মিলিত হতে ব্যার্থ হচ্ছিল। ১০ তারিখে লাকসাম থেকে ব্রিঃ আসলাম নিয়াজি তার খণ্ডিত ব্রিগেড ও মেজর রেশমের খণ্ডিত ২৩ পাঞ্জাব নিয়ে কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট এ পৌছতে পেরেছিলেন কিন্তু মেজর নাইম ৩৯ বালুচ নিয়ে আধাঘণ্টা পর লাকসাম ত্যাগ করেছিলেন ফলে তিনি ময়নামতি প্রবেশে সক্ষম হলেন না। ফলে তিনি চান্দিনার কাছে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। আগে ১০ তারিখে প্রায় দেড় ব্যাটেলিয়ন সৈন্য আত্মসমর্পণ করেছিল। কুমিল্লায় ময়নামতির বাহিরে কেবল এই বাহিনী অবশিষ্ট ছিল।