১২ ডিসেম্বর ১৯৭১ঃ ফেনীর রাজনৈতিক দল নিষিদ্ধ
ফেনীর বেসামরিক প্রশাসক খাজা আহমেদ এমএনএ এক চিঠিতে ফেনীর দক্ষিন পন্থী দল গুলোকে নিষিদ্ধ করে দলের সভাপতি সাধারন সম্পাদকদের কাছে চিঠি পাঠিয়েছেন। তারা হলেন শামসুদ্দিন আহমেদ সভাপতি, খায়েজ আহমেদ সাধারন সম্পাদক কনভেনশন মুসলিম লীগ। নুর আহমেদ সভাপতি, গোলাম মহিউদ্দিন খন্দকার সাধারন সম্পাদক, কাউন্সিল মুসলিম লীগ। মকবুল আহমেদ সভাপতি, ফজলুর রহমান কনট্রাক্টর সাধারন সম্পাদক, নেজামে ইসলাম আব্দুল জব্বার খদ্দর সভাপতি পিডিপি। যশোরে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ তার ভাষণে দলগুলি নিষিদ্ধ করেন।