You dont have javascript enabled! Please enable it! 1971.12.12 | জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন প্রতিনিধি জর্জ বুশ বলেছেন ভারতের ভুমিকা জাতিসংঘ সনদ লঙ্ঘন - সংগ্রামের নোটবুক

১২ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

নিরাপত্তা পরিষদে মার্কিন প্রতিনিধি জর্জ বুশ বলেছেন সাধারন পরিষদে পাকিস্তান ভারত যুদ্ধ বন্ধে ১০৪ ভোটে প্রস্তাব গৃহীত হওয়া সত্ত্বেও ভারত শান্তির প্রতি অনিহা প্রদর্শন করে যুদ্ধেই মনোনিবেশ করে আছে। অথচ সারা বিশ্ব গান্ধী ও নেহেরুকে শান্তির নেতা বলে গণ্য করে আসছে। ভারতের ভুমিকা জাতিসংঘ সনদ লঙ্ঘন। ভারতের সামরিক আগ্রাসন শুধু পূর্ব পাকিস্তান দখলই নয় যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের জন্য একটি উদাহরন হয়ে থাকবে। অধিবেশনে আবারো মার্কিন যুদ্ধ বিরতি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ভারতের পর রাষ্ট্রমন্ত্রী সরন সিংহ বলেন জাতিসংঘ অবাস্তব পদ্ধতিতে বাংলাদেশ সমস্যা সমাধানের প্রচেষ্টা নিচ্ছে অথচ সমস্যাটি ৯ মাস যাবত চলে আসছে যেখানে জাতিসংঘ কিছুই করতে পারেনি। অধিবেশনের আগে ইন্দিরা গান্ধী সরন সিংহ কে ফোন করে তার সর্বশেষ অবস্থানের কথা জানিয়ে দেন। টেলিফোনে তিনি বলেছেন পাকিস্তান বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার করে নিলেই তার দেশ যুদ্ধ বিরতি মেনে নিবে। সরন সিং পরিষদে তার দেশের মতামত জানিয়ে দেন।