You dont have javascript enabled! Please enable it! এতিমখানায় বোমা হামলা - সংগ্রামের নোটবুক

এতিমখানায় বোমা হামলা

৯ তারিখ ভোরে এতিম খানায় বোমা বিস্ফোরণ নিয়ে পাকিস্তান ভারতের উপর দায় চাপানোর চেষ্টা করেছিল কিন্তু তা গনমাধ্যমকে বিশ্বাস করাতে সক্ষম হয়নি। একমাত্র ভিডিও যেটি হংকং থেকে স্যাটেলাইট থেকে নেয়া তাতে ভারতকে দায়ী করে বলা হয়েছিল। আর তখন পূর্ব পাকিস্তানের ভিতরে থাকা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছিল না। সকল প্রাদেশিক পত্রিকা গুলোকে এ হামলার ছবি প্রকাশ করতে দেয়া হয়নি এবং গুরুত্ব সহকারে প্রকাশ করতে বারন করা হয়েছিল। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান যা পরে দৈনিক বাংলা হয় এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। বিদেশী টেলিভিশন বার্তায় বলা হয়েছিল সেই হামলায় ১৭ জন নিহত হয়। একই ধরনের হামলা আশে পাশের কয়েকটি গ্রামেও করা হয়েছিল। কোন সাংবাদিক এ সকল হামলার সংবাদ কভার করতে সেখানে যায়ই নি।