You dont have javascript enabled! Please enable it!

১১ ডিসেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানের খবর

ডন ভাষ্য
পাকিস্তান সরকারের মুখপাত্র বলেছেন পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর মেঘনা হেলি ল্যান্ডিং ব্যার্থ করে দিয়েছে। পাকিস্তান সরকার দাবী করেছে লালমনিরহাট, ঠাকুরগাঁও, শমশের নগর, যশোর এখনো পাকিস্তান বাহিনীর নিয়ন্ত্রনে আছে। যশোরে তারা ক্যান্টনমেন্ট এ ভারতীয় বাহিনী দ্বারা অবরুদ্ধ আছে। জুলফিকার আলী ভূট্টো আজ নিউইয়র্ক পৌঁছেছেন তিনি সেখানে চীনের প্রতিনিধি এবং মার্কিন প্রতিনিধির সাথে বৈঠক করেছেন। নিউইয়র্কে তিনি ইরানের প্রিন্সেস আশ্রাফ পাহলভির দেয়া নৈশভোজ করেন। তার জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাতের কথা রয়েছে। প্রধানমন্ত্রী নুরুল আমীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে ৯০ মিনিট বৈঠক করে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে পূর্ব পাকিস্তান থেকে ভারতের সৈন্য অবিলম্বে প্রত্যাহারের আবেদন জানান। তিনি বলেন শক্তি এবং সামর্থ্য কম থাকা সত্ত্বেও ভারতীয় বাহিনীর সাথে পাকিস্তান বাহিনী বীরের সাথে লড়ে যাচ্ছে। তিনি বলেন শেষ পাকিস্তানী রক্ত দেয়া অবধি তারা লড়ে যাবে। ইয়াহিয়ার সাথে বৈঠকে নুরুল আমীনের সাথে মাহমুদ আলী উপস্থিত ছিলেন।