১১ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসংঘে পূর্ব পাকিস্তান সরকারের আবেদন প্রত্যাহার
পূর্ব পাকিস্তানের পাকিস্তান অনুগত সরকারের একটি আবেদন আজ পাকিস্তান সরকার প্রত্যাহার করে নেয়া হয়েছে। পত্রটি মালিক সরকারের একজন স্টাফ অফিসারের দেয়া। পত্রটি মার্কিন দুতাবাস বা জাতিসংঘের ঢাকাস্থ প্রতিনিধি মারফত প্রেরিত হয়ে থাকতে পারে। পত্রে কি ছিল তা পাকিস্তান সরকারের মুখপাত্র জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি বলেন এটি বেআইনি পত্র তাতে কি ছিল তা জানার প্রয়োজন নেই। তবে তিনি স্বীকার করেন পাকিস্তানী বাহিনী পূর্ব পাকিস্তানে খুব খারাপ অবস্থায় আছে। তিনি বলেন যদি অবস্থার উন্নতি হয় জনগণই সব প্রকাশ করবে।