You dont have javascript enabled! Please enable it!

১৫ ফেব্রুয়ারি, ১৯৭১(পূর্ব)
• সার্জেন্ট জহুরুল হকের আজ দ্বিতীয় মৃত্যু বার্ষিকী
• দেশের সাধারণ নির্বাচনের ৮৫ দিন পর ঢাকায় প্রথমবারের মত গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাড়ে তিন ঘণ্টা ব্যাপী নিখিল পাকিস্তান আওয়ামী লীগ ও সাড়ে চার ঘণ্টা ব্যাপী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় শাসনতান্ত্রিক প্রশ্নে আলোচনা এবং দলের ৬-দফা ও ছাত্র সমাজের ১১ দফা কর্মসূচির ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়নে দলীয় ভূমিকার বিষয়ে করনীয় নির্ধারণ করা হয়।
• আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান এর সাথে বুগতির ২য় দফা বৈঠক। তিনি বলেন এককভাবে কোন রাজনৈতিক দল শাসনতন্ত্র প্রণয়নে সক্ষম হলেও কায়েমী স্বার্থবাদীদের আক্রমণ হতে শাসনতন্ত্র রক্ষা করার মত শক্তি এককভাবে কোন রাজনৈতিক দলের নেই। বুগতি মৌলানা ভাসানির সাথেও বৈঠক করেছেন। ভাসানি অপর এক বিবৃতিতে লাহোর প্রস্তাবের আলোকে শাসন তন্ত্র প্রণয়নের কথা বলেন।
• পাকিস্তান কনভেনশন মুস্লিম লীগের কাউন্সিল শাহবাগস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
• ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির বৈঠক আজ
• সফর রত জাতিসঙ্ঘ খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক এ এইচ বয়েরমা আজ গভর্নর আহসানের সাথে দেখা করেছেন

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!