১০ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট-লাকসাম
চাঁদপুরের দিকের ভারতীয় বাহিনী লাকসামের পাক সেনাকে ব্যাঘাত না ঘটিয়ে মুদাফফরগঞ্জ হয়ে চাদপুরের দিকে চলে গিয়েছিল। ফলে লাকসামে থাকা ২৩ পাঞ্জাবের মেজর রেশমের জোড়াতালি দিয়ে গঠিত ব্যাটেলিয়নটি লাকসামে থাকা নিরাপদ মনে না করে রাতেই লাকসাম ছেড়ে চলে যায়। রেশমের দল চলে যাওয়ার পর লেঃ কঃ নাইমের ৩৯ বালুচ লাকসাম ত্যাগ করে। চাঁদপুর অবরুদ্ধ হওয়ায় তারা কুমিল্লাকে নিরাপদ ভেবে সেখানের উদ্দেশে পায়ে হেটে রওয়ানা হয়। রওয়ানার আগে তারা তাদের ভারী অস্র ধ্বংস করে কিছু অস্র পানিতে ফেলে দেয় রেশন পুরিয়ে দেয়। অপর দিকে লাকসাম ফেনীর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার আসলাম নিয়াজি গোপন পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট পৌঁছেন। মেজর রেশম তার বাহিনী নিয়েও পৌঁছে যান। কিন্তু লেঃ কঃ নাইম সেখানে পৌছতে ব্যার্থ হন। অপর দিকে লে ক আশফাক সৈয়দ এর ২৩ পাঞ্জাব লে ক জাইদির ২১ একে সাহস করে রওয়ানা দিলেও পথে তারা ভারতীয় কমান্ডের কাছে আত্মসমর্পণ করে।