১০ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট
খুলনার পথে মিত্রবাহিনী
খুলনা আক্রমনের দায়িত্ব দেয়া হয় ৯ ডিভিশনের ৮ মাদ্রাজ বাদে ৩২ ব্রিগেডকে(১৩ ডগরা) সাথে দেয়া হয় ৪৫ কেভেলরির সি স্কোয়াড্রন। তারা রামপুর, মনিরামপুর, নোয়াপাড়া আক্রমনের জন্য অগ্রসর হন। অপর দিকে ৮ মাদ্রাজ ৪৫ কেভেলরির ডি স্কোয়াড্রনকে নিয়ে মনিরামপুরের দিকে অগ্রসর হয়। প্রথম দল সামনে এগিয়ে রোড ব্লক করে। ৮ মাদ্রাজ চেঙ্গুটিয়া দখল করে। দুপুরে দুটি বাহিনী জাফরপুরে একত্র হয় এবং পরদিন ফুলতলা দখল করে।
ফুলগাজী
বিদেশী সাংবাদিকদের একটি দল মুক্ত এলাকা ফুল গাজী সফর করে সেখানকার বিভিন্ন দৃশ্য ধারন করেন। যেহেতু যুদ্ধরত বাহিনী এখন চট্টগ্রামের পথে আছে তাই সাংবাদিকদের জন্য যুদ্ধের কিছু দৃশ্য ধারনের জন্য মুক্তিবাহিনীর কিছু করে দেখাতে হল। আঞ্চলিক প্রশাসক খাজা আহমেদ এম এন এ ফেনী জেলা ঘুরে বেড়িয়েছেন। শরণার্থীরা ফিরে আসছে।
আগরতলা
পূর্ব অংশে থাকা বিদেশী সাংবাদিকরা আগরতলার জীবনযাত্রার দৃশ্য ধারন করেন। এখনও অধিবাসীরা শহরে ফিরে আসেননি। কয়েকদিন আগের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকার কিছু দৃশ্য ধারন করেন।