You dont have javascript enabled! Please enable it! 1971.12.10 | যুদ্ধ আপডেট - ময়মনসিংহ | ১০ ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী ময়মনসিংহ শহর ছেড়ে মধুপুরে পালিয়ে যায় - সংগ্রামের নোটবুক

১০ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট – ময়মনসিংহ

ডিসেম্বর মাসের শুরু থেকেই সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট দিয়ে মিত্রবাহিনী আক্রমণ শুরু করে। এখানে ব্রিগেডিয়ার সন্ত সিং বাবাজি এর কম্যান্ডে মিত্র বাহিনীর ছিল এফজে সেক্টর(৬ বিহার, ৮৩ বিএসএফ, মুক্তিবাহিনী ১১ নং সেক্টর ) পাক বাহিনীর ছিল ব্রিগেডিয়ার কাদির নিয়াজির ৯৩ ব্রিগেড সদর, ৩৩ পাঞ্জাব, ৭১ এপকাফ। এরপর থেকেই শুরু হয় হানাদার বাহিনীর পরাজয়ের পালা। মুক্তিযোদ্ধাদের তোপের মুখে হানাদার বাহিনী মুক্তাগাছা হয়ে পালাতে শুরু করে। ৯ ডিসেম্বর পাকিস্তানিরা প্রথমে ফুলপুর পরে তারাকান্দা, শম্ভুগঞ্জ ও ময়মনসিংহ শহর ছেড়ে ঢাকায় পালিয়ে যেতে শুরু করে। কোর জিওসি নিয়াজির নির্দেশে ১০ ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী ময়মনসিংহ শহর ছেড়ে মধুপুরে পালিয়ে যায়। সেখানে তাদের জামাল পুরের ৩১ পাঞ্জাবের সাথে মিলিত হওয়ার কথা। কিন্তু জামালপুরের নিহত আহত বা বন্দী সৈন্য বেশী হওয়ায় মধুপুরে খুব কম সংখ্যক সৈন্য যোগ দিতে সক্ষম হয়েছিল। এদিন ময়মনসিংহ মুক্ত হয়।