১০ ডিসেম্বর ১৯৭১ঃ আন্তজার্তিক রেডক্রসের কাছে পাকিস্তানের অভিযোগ
পাকিস্তানের পররাষ্ট্র সচিব মোহাম্মদ সুলতান আন্তজার্তিক রেডক্রসের কাছে ভারতীয় বিমানবাহিনীর নৃশংস হামলার ব্যাপারে অভিযোগ করেছেন। অভিযোগ গুলো হল ১) রাওয়ালপিন্ডির সরকারী হাসপাতালে ৭ তারিখ বোমাবর্ষণ ২) ৭ তারিখে তেজগাও বিমান বন্দরে নাপাম বোমা বর্ষণ ৩) ৭ তারিখে করাচীতে বিভিন্ন বেসামরিক এলাকায় বোমাবর্ষণে ২০১ জন নিহত ৪) করাচী ও রাওয়ালপিন্ডির বেস্ততম এলাকার রাস্তায় বোমাবর্ষণ ৫) বিভিন্ন আবাসিক এলাকায় বোমাবর্ষণে ব্যাপক জানমালের ক্ষতি। ৬) বিভিন্ন রেল স্টেশনে বোমাবর্ষণে হতাহত। ১০ তারিখে কেবলটি প্রেরন করা হলেও পররাষ্ট্র সচিব তার পত্রে আদমজীতে এবং ঢাকার এতিম খানায় বোমাবর্ষণে হতাহতের ঘটনা উল্লেখ করেননি।
নোটঃ পূর্ব পাকিস্তানে এদিন ছিল রেডক্রসের কার্যক্রমের প্রথম দিন। আদমজি এবং এতিমখানার বোমাবর্ষণের কথা উল্লেখ করলে তারা বিষয়টি নিয়ে তদন্ত করত এবং পাশাপাশি বিভিন্ন এজেন্সিও তদন্ত করতো কিন্তু তা করা হয়নি।