১০ ডিসেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তান নেতৃবৃন্দ
প্রধানমন্ত্রী নুরুল আমীনের প্রথম বেতার ভাষণ
প্রধানমন্ত্রী নুরুল আমীন ক্ষমতা নেয়ার পর জাতির উদ্দেশে প্রথম বেতার ভাষণে বলেন শত্রুদের প্রতিরোধে জনগনকে সেনাবাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান এবং সমুচিত শিক্ষা দেয়ার আহবান জানিয়েছেন। এটা এখন স্পষ্ট যে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন করাই ভারতের লক্ষ্য। তিনি বলেন তিনি কখনই ক্ষমতার জন্য উদগ্রীব ছিলেন না। পাকিস্তান প্রতিষ্ঠার সময় আমি জাতির পিতা জিন্নাহ এর একজন কাছের সহযোদ্ধা ছিলাম। পাকিস্তানের ঐক্য ও সংহতির জন্য এই শেষ বয়সেও আমি কোন দায়িত্ব পালনে পিছপা হবনা।
মাহমুদ আলী
৩ মাসের বিদেশ সফর শেষে জাতিসংঘে পাকিস্তান প্রতিনিধি দলের দলনেতা ও উত্তর আফ্রিকায় প্রেসিডেন্ট এর দুত মাহমুদ আলী পাকিস্তান প্রত্যাবর্তন করে রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে সাক্ষাৎ করেন। তিনি প্রেসিডেন্ট এর সাথে তার বিগত কার্যক্রমের ধারাবাহিক ইতিহাস, পাক ভারত যুদ্ধ পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তার সাথে ৮৫ মিনিট আলাপ আলোচনা করেন।