১০ ডিসেম্বর ১৯৭১ঃ আন্তজার্তিক রেডক্রস হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরপেক্ষ অঞ্চল ঘোষণা করেছে।
পূর্ব পাকিস্তানে আন্তজার্তিক রেডক্রস দায়িত্ব পালন শুরু করেছে। প্রথমেই তারা জেনেভা কনভেনশনের বিধান মতে তাদের অধীনস্ত হাসপাতাল হলিক্রস হাসপাতাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরপেক্ষ এলাকা ঘোষণা করেছে। এর ফলে এখানে কোন সামরিক লোকজন বা অস্র বহনকারী লোকজন এ দু এলাকায় প্রবেশ করতে পারবে না এবং এখানে কোন সরকারী কর্মচারীও প্রবেশ করতে পারবেন না। বিবদমান পক্ষগন এ দুটি এলাকা সংঘর্ষের বাহিরে রাখবে। এ ব্যাপারে সকল পক্ষকে স্মরণ করিয়ে দেয়া হয় জেনেভা কনভেনশন অনুযায়ী অসামরিক এবং হাসপাতাল সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে ক্ষতি করা যাবে না।