৯ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট – যশোর খুলনা
যশোরের দক্ষিনে নোয়াপাড়ার দিকে ভারতীয় বাহিনীর অগ্রসর হচ্ছে। তারা তেমন বাধা পাচ্ছে না। আগেও ভারতীয় বাহিনী ফুলতলার কাছে অবস্থান নিয়েছে। এ বাহিনী যশোরে অবস্থান করছে এবং কতক দক্ষিনে অগ্রসর হচ্ছে ভিজনিউজ সাংবাদিক এদিন এ দৃশ্য ধারন করেন। ভিডিও টি স্যাটেলাইট থেকে নেয়া তাই অস্পষ্ট একই স্পটে এপি ভিডিও ধারন করেছে তাদের ভিডিও সরাসরি তাই স্পষ্ট। এ বাহিনী বেনাপোল যশোর খুলনার পথে সাপ্লাই লাইন ঠিক রাখছে। তারা পাক আর্মির ফেলে যাওয়া রেশন অস্র যেভাবে রেখে গেছে সেভাবেই রেখেছে।