You dont have javascript enabled! Please enable it!

৮ ডিসেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তান থেকে পলায়নকৃত দেড় শতাধিক বাঙ্গালী সৈন্য এর কলকাতা উপস্থিতি ও মুক্তিবাহিনীতে যোগদান

ডিসেম্বরের ৪-৫ তারিখে লাহোর সেক্টরে যুদ্ধে লিপ্ত এক কোম্পানী (১৫৫ জন) বাঙ্গালী সৈন্য যুদ্ধের ময়দান ( ভারতের অমৃতসর এর পূর্বে ) থেকে পলায়ন করে জয় বাংলা স্লোগান দিতে দিতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে সেখানে তারা ভারতীয় সেনা ইউনিটে (৯৬ ব্রিগেড) আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের ফলে পাকিস্তানের একটি তহসিল (থানার সমপরিমান) স্থান ভারতের দখলে চলে যায়। আগত সৈন্যরা পাকিস্তানের ৪ কোরের ১০ ডিভিশনের ৮৮ ব্রিগেডের ৫ ইস্ট বেঙ্গলের সৈনিক। তাদের মধ্যে ৪ জন জেসিও। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মুক্তিবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। তাদের অভিনন্দন জানিয়ে মুক্তিবাহিনী প্রধান কর্নেল ওসমানী বলেন আপনাদের আমাদের মুক্তিবাহিনী সন্মানের সহিত গ্রহন করল। জবাবে এই দলটি মুক্তিবাহিনীতে নেয়ার জন্য কর্নেল ওসমানীকে কৃতজ্ঞতা জানান।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!