১৪ ফেব্রুয়ারি, ১৯৭১
• ৩ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন। শাসনতন্ত্র প্রণয়নের উদ্দেশ্যে ৩ মার্চ সকাল ৯টায় ঢাকাস্থ প্রাদেশিক পরিষদ ভবনে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে। সকল এম এন এ কে উপস্থিত থাকার আদেশ জারী।
• আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও প্রাদেশিক কমিটির সভা দলের ৫১ পুরানা পল্টন অফিসে অনুষ্ঠিত হবে। পশ্চিম পাকিস্তান থেকে সকল কেন্দ্রীয় নেতা ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছেন। তাদের মধ্যে সিন্ধুর কাজি ফয়েজ,খলিল তিরমিজি, শেখ মঞ্জুরুল হক, খান মোহাম্মদ রইসদানি, সৈয়দ এমদাদ আলি, সীমান্ত প্রদেশ থেকে মাস্তার খান গুল পাঞ্জাব থেকে বিএ সলিমি, এম খুরশিদ, মালিক সরফরাজ, আরশাদ কাজমি প্রমুখ
• বেলুচিস্তানের বিশিষ্ট নেতা নবাব আকবর খান বুগতি নারায়ণগঞ্জ আদমজি জুট মিলে এক শ্রমিক সমাবেশে বলেন, ৬-দফা ও ১১-দফা আদায়ের সংগ্রামে বেলুচিস্তানের সাধারণ মানুষ যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি বলেন, বেলুচিস্তানের জনগণ বহু অত্যাচার সহ্য করেছে কিন্তু কোনদিন নতি স্বীকার করেনি।
• পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো পেশোয়ারে পাকিস্তান মুসলিম লীগ(কাইয়ুম) প্রধান খান আব্দুল কাইয়ুম খান এবং জমিয়তুল উলেমা-ই-ইসলামের জেনারেল সেক্রেটারি মওলানা মুফতি মাহমুদের সাথে পৃথক ভাবে শাসনতান্ত্রিক প্রশ্নে আলোচনা করেন। উভয় মিটিং প্রায় ৯০ মিনিট যাবত চলে।উভয় নেতার নির্বাচনী এলাকা পেশোয়ারের কাছাকাছি।