৭ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধ আপডেট – শেরপুর ফ্রন্ট
ভারতীয় ৯৫ ব্রিগেডের প্রচণ্ড হামলায় পাকবাহিনী ছত্রভঙ্গ হয়ে ৬ ডিসেম্বর রাতের আধারে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে জামালপুর পিটিআই ক্যাম্পে আশ্রয় নেন। ৭ ডিসেম্বর মুক্ত হয় শেরপুর। ভারতীয় বাহিনীর অগ্রাভিযানে ছিলেন জিওসি গুরবক্স সিং গিল ও ৯৫ ব্রিগেড কম্যান্ডার ব্রিঃ এইচ এস ক্লের। তাদের বহনকারী জীপটি মাইন অতিক্রম করা কালে বিস্ফোরিত হয়ে গিল মারাত্মক আহত হন। ক্লের সামান্য আহত হন। এর মাঝে শেরপুর টাউনে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেছিলেন ভারতীয় মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক জগজিৎ সিং অরোরা। মুক্ত শেরপুরবাসী তাকে স্বাগত জানায়। মিত্র বাহিনীয় উপস্থিতিতে সেদিন পৌর পার্ক মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। এখানে দাঁড়িয়েই তিনি বিবিসি, ভয়েস অব আমেরিকা, মস্কো, আকাশবানিসহ বিভিন্ন বেতার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী ৭ দিনের মধ্যে ঢাকা মুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।